ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

পূজার সঙ্গে ত্বকের যত্ন...

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ১৬ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

ঢাকের বাজে চলছে পূজা। কিন্তু ত্বকের অবস্থা একেবারেই নাজুক! 

আর এমন অবস্হায় নিজেকে অন্যদের চেয়ে সুন্দর ও আকর্ষণীয় রাখতে ত্বকের ধরন অনুযায়ী নানা ধরনের ফেসিয়াল করে নিন-

(১) ত্বক ফর্সা করতে: 

মসুর ডাল মিহি করে গুঁড়ো করতে হবে। তার মধ্যে একটি ডিমের কুসুম মিশিয়ে নিতে হবে। রোদের মধ্যে এই পেস্টটা শুকিয়ে নিন ভালো করে। একদম মচমচে হয়ে গেলে গুঁড়ো করে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতি রাতে ঘুমানোর আগে ২ ফোঁটা লেবু রসের সঙ্গে ১ চামচ দুধ ও এই গুঁড়ো খানিকটা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে আধা ঘন্টা রেখে মুখ ধুঁয়ে ফেলুন। মুখ ধোঁয়ার পর কাঁচা দুধ খানিকটা তুলোতে নিয়ে মুখে বুলিয়ে নিন। আরো ২০ মিনিট রেখে ধুঁয়ে ফেলুন। এতে ত্বক ফর্সা ও উজ্জ্বল হবে। 

(২) গ্লোয়িং স্কিন পেতে: 

গ্লোয়িং ত্বক পেতে ২ টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ টক দই একটি বাটিতে ভালো করে পেস্ট করে প্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুঁয়ে ফেলুন।

(৩) অ্যান্টি-এইজিং:

বয়সের ছাপ দূর করতে একটি ডিমের সাদা অংশ মুখে লাগান। শুকিয়ে যাবার পর ধুঁয়ে ফেলুন।

(৪) ডিপ ক্লিন পোরস: 

ত্বকের জন্য পোরস একটি মারাত্মক সমস্যা। সুন্দর ত্বককে নষ্ট করতে ত্বকে পোরস থাকাই যথেষ্ট। পোরস দূর করতে, এক চা চামচ টক দই ও ২ টেবিল চামচ ওটস নিন। টক দই ও ওটস ভালো ভাবে মিশিয়ে ত্বকের উপর আলতো ভাবে ৫ মিনিটের মতো স্ক্র্যাবিং করুন। পরিষ্কার পানি দিয়ে ধুঁয়ে ফেললে দেখবেন পোরস অনেকটাই কমে গেছে।

(৫) ব্ল্যাক হেডস: 

ব্ল্যাক হেডস ত্বকে কালচে প্রভাব ফেলে। ব্ল্যাক হেডস দূর করার জন্য একটি বাটিতে ডিমের সাদা অংশ ও ২ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ভালো করে মুখে লাগান। ১০ মিনিট পড় ধুঁয়ে ফেলুন এই প্যাকটি ব্ল্যাক হেডস দূর করতে অনেক কার্যকর।

(৬) ব্রণ দূর করতে: 

ব্রণ সমস্যায় কম বেশি সকলেই ভুগেন। যেকোনো ত্বককেই ব্রণ বেমানান করে দেয়। ব্রণের সমস্যার সমাধান করতে ১ চা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে মুখে লাগান। অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিশ্রণের সঙ্গে যেন পানি না মিশে। পানি মিশলে ত্বকে প্রচন্ড জ্বালা পোড়া হতে পারে।

(৭) হেলদি ত্বক: 

সুস্থ সুন্দর ত্বক কে না চায়! ত্বক কালো বা ফর্সা যাই হোক সকলেই চায় তার ত্বক হেলদি থাকুক। খুব সহজেই ত্বক হেলদি রাখা যায়। ত্বক হেলদি রাখার জন্য ১ চা চামচ হলুদ গুড়ো সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে য়ে ১০-১৫ মিনিট ত্বকে লাগিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার ত্বক সুস্থ্য ও সুন্দর রাখবে।

(৮) স্কিন টান টান করতে: 

একটু বয়স হলেই মেয়েদের ত্বক ঝুলে যেতে শুরু করে। ফলে ত্বকে খুব দ্রুত বয়সের ছাপ পড়ে। এই সমস্যা দূর করে ত্বক টান টান করতে, ২ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুঁয়ে ফেলুন।

(৯) তৈলাক্ত ভাব দূর করতে: 

ত্বক তৈলাক্ত হলে যতই সাজগোজে করুন না কেনো সব নষ্ট হয়ে যায়। তৈলাক্ত ভাব চেহারা মলিন করে দেয়। ত্বকের তেল তেলে ভাব দূর করার জন্য ২ টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়োর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুঁয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে।

নিউজওয়ান২৪/আরএডব্লি

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত